রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সুকান্ত ঘোষ বাঁচতে চায়

খুলনা::  রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সুকান্ত ঘোষ (২২) বাঁচতে চায়। সে তালা উপাজেলার খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটী গ্রামের হতদরিদ্র কৃষক ভবতোষ ঘোষের একমাত্র পুত্র। সুকান্ত ঘোষ তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে গোল্ডেন এ+ এবং তালা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে এ+ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানে রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পড়াশুনা করছে। বর্তমান সে মারাত্মক মস্তিষ্ক সংক্রমণে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি রয়েছে (যার সিট নং আইসিইউ ওয়ার্ড নং: ৩)। মেধাবী মুখ সুকান্ত ঘোষের চিকিৎসার জন্য প্রতিদিন প্রায় ৪০ হাজার টাকা খরচ হচ্ছে। যা তার পরিবারের পক্ষে যোগানো সম্ভব নয়।

এ সংকটাপন্ন অবস্থায় তাঁর পাশে এসে সাহায্যের হাত বাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন পরিবারের সদস্য ও স্বজনরা। একটু সাহায্যই কৃষক পরিবারের মেধাবী সুকান্তকে আবার প্রিয় বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় দেখা যেতে পারে। সাহায্য পাঠানোর ঠিকানা- সুকান্ত’র  বন্ধু আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিকাশ নম্বর-০১৯২৫৬৭৪৪৬১ এবং  অনুপম, বুয়েট, ০১৯৮৮৮৩১৩৪১৬ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।