ঢাবির ইন্সটিটিউট এর স্বীকৃতির দাবি শিক্ষার্থীদের অভিযোগ: ফোন দিয়ে বহিষ্কারের হুমকি

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে চলমান আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের বাসায় ফোন করে কলেজ থেকে বহিষ্কার করার হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। তবে এই অভিযোগ একে বারেই সত্য নয় বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ফাতেমা সুরাইয়া।

ফাতেমা সুরাইয়া বলেন,”শিক্ষার্থীরা হলো শিক্ষকদের সন্তান সমতুল্য। আমরা তাদের কোন ক্ষতি চাই না। আমরা শুধু তাদের পরিবারকে অবগত করেছি যে তারা যে জনদূর্ভোগ সৃষ্টি করেছে তাতে প্রশাসন কোন ব্যবস্থা নিলে কিছুই করার থাকবে না। আর জনদূর্ভোগ সৃষ্টি করা হলো সন্ত্রাসীদের কাজ, কোন শিক্ষিত মানুষের নয়।”

তিনি বলেন,”যখন দাবি ওঠেছিল তখন দুটি কমিটি গঠন করা হয়েছিল।আমরা বলেছি প্রতিবেদন প্রকাশের তোমরা কিছু করোনা। আমরা চাইনা যাদের আমরা শিক্ষা দিচ্ছি তারা শিক্ষিত মানুষের মত আচরন করবেনা। প্রতিবেদন প্রকাশের আগেই আন্দোলন করায় উর্ধ্বতন কর্মকর্তা অত্যন্ত বিরক্ত হয়েছেন।

শিক্ষার্থীরা জানিয়েছে, আমরা বাসায় আগেই অভিবাবকদের জানিয়ে রেখেছি যেন তারা কোন ভয় না পায়।আমাদের কোন দাবি তারা বাস্তবায়ন করেনি। আগামীকাল সকাল ১১ টায় সবার অংশ গ্রহণে তাদের মহাসমাবেশ শুরু হবে বলে জানায় শিক্ষার্থীরা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।