জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেলে

জাবি প্রতিনিধি,১৫ সেপ্টেম্বর: ২০১৭-১৮ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)’সি’ ইউনিটে (বিবিএ) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার একযোগে ৬টি কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর এ তথ্য নিশ্চিত করেছে।

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত) ৪৬০টি আসনের বিপরীতে মোট ১৩ হাজার ৫৬ জন ভর্তির আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে প্রায় ২৮ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদেরকে অবশ্যই প্রিন্টকৃত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। ভর্তি পরীক্ষার আসনবিন্যাসসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info এই লিংকে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।