স্টাফ রিপোর্টার | ২৮ অক্টোবর ২০২৫ :
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে ২ নভেম্বর থেকে, যা চলবে ১৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) এক চিঠিতে এই তথ্য জানায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। চিঠিটি দেশের সব শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে।
🔹 রেজিস্ট্রেশনের নির্দেশনা
চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কলেজগুলোকে ভর্তি ওয়েবসাইটের https://www.xiclassadmission.gov.bd College Login প্যানেলে গিয়ে তাদের EIIN নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠাতে হবে।
প্রতিষ্ঠানগুলো যদি নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করে, তবে সৃষ্ট জটিলতার জন্য শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না, বলে সতর্ক করা হয়েছে।
সময়সীমা
রেজিস্ট্রেশন শুরু: ২ নভেম্বর ২০২৫
শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত
ওয়েবসাইট: https://www.xiclassadmission.gov.bd















