বিএনপির সমর্থন: শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে একমত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি

ঢাকা, ১৮ অক্টোবর: দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত

শনিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, “সর্বস্তরের শিক্ষকদের জন্য আমাদের অগ্রাধিকার হলো যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তাসহ চাকরির নিরাপত্তা, শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা ও তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি।”

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও নিরাপত্তা

বিএনপি মহাসচিব আরও বলেন, রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে যত পদক্ষেপই নেওয়া হোক না কেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়।

আরো পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন সপ্তম দিনে, বাড়ি ভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে কর্মসূচি অব্যাহত

তিনি আশ্বাস দেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টায় বিএনপির সতর্ক বার্তা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেন, “শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে কেউ যদি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালায়, তাহলে বিএনপি কোনোভাবেই তা সহ্য করবে না।”

তিনি উল্লেখ করেন, বিএনপি বিশ্বাস করে গণতান্ত্রিক উত্তরণশিক্ষক মর্যাদা রক্ষা দুটোই দেশের উন্নয়নের জন্য অপরিহার্য।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।