SEO শিখে কিভাবে অনলাইনে আয় করবেন?

SEO- Search Engine Optimization হচ্ছে ডিজিটাল সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে Google বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক ওয়েবসাইট বা ব্যবসার মার্কেটিং করাই হচ্ছে SEO.

  • Amazon Affiliate Marketing এর মাধ্যমে আয় করা সম্ভব, এক্ষেত্রে অ্যামাজনের নিয়মকানুন জানা থাকলেই হবে
  • যে কোন অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনাকে হেল্প করবে
  • নিজের ওয়েবসাইটে/ব্লগে এসইও করে ট্রাফিক নিয়ে এসে আয় করা যাবে
  • Google Adsense এর ইনকাম বাড়ানো যাবে- যেহেতু SEO এর মাধ্যমে ট্রাফিক জেনারেট করা যায়
  • এই ডিভিডি তে দেখানো মেথুড গুলো ইউটিউব ভিডিওতে অ্যাপ্লাই করে ইউটিউব ভিডিও র‍্যাংক করানো সম্ভব এবং এর মাধ্যমে ইউটিউব থেকে আয় করা সম্ভব
  • ক্লাইন্টের কাজ করা তথা ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস গুলো যেমন- আপওয়ার্ক, ফ্রীল্যান্সার, ফাইভার ইত্যাদিতে কাজ করা যাবে
  • ই-কমার্স সাইটে SEO অ্যাপ্লাই করে সেলস বাড়ানো সম্ভব
  • লোকাল কোন কোম্পানীতে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজার হিসেবে চাকরী করা যাবে
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।