প্রধান শিক্ষক নিয়োগে সময় বাড়লো

প্রধান শিক্ষক নিয়োগে সময় বাড়ানোর বিজ্ঞপ্তি

ঢাকা, ১৯ অক্টোবর:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ১২২টি প্রধান শিক্ষক পদে নিয়োগের আবেদনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।

নতুন সময় অনুযায়ী ২৬ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। রবিবার (১৯ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে পিএসসি গত ৩১ আগস্ট প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। নির্ধারিত সময় অনুযায়ী আবেদনের শেষ তারিখ ছিল ২০ অক্টোবর (সোমবার)

তবে আবেদন প্রক্রিয়ায় টেলিটকের মাধ্যমে ফি প্রদানে সমস্যা দেখা দেওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়। অনেকেই জানিয়েছেন, আবেদন সম্পন্ন করার পরও পেমেন্ট সিস্টেম সাড়া দিচ্ছে না।

চাকরিপ্রার্থী বাবু ইসলাম বলেন, “আমিসহ অনেকেই তিন-চার দিন ধরে চেষ্টা করেও পেমেন্ট সম্পন্ন করতে পারছি না। টাকা কাটা যাচ্ছে না, ফলে আবেদন সম্পূর্ণ হচ্ছে না।”

আরেক প্রার্থী সাইমুম জানান, “রাতে চেষ্টা করলে মেসেজ আসে সকাল ৭টার পর চেষ্টা করতে। আবার বিকেলে চেষ্টা করলেও একই মেসেজ আসে। ফলে আবেদন করা যাচ্ছে না।”

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “নিয়োগ প্রক্রিয়াটি পিএসসি পরিচালনা করছে। তারা এবং টেলিটক বিষয়টি দেখছে। সমস্যা সমাধানে আইটি বিভাগকে জানানো হয়েছে।”

চাকরিপ্রার্থীদের সুবিধার্থে পিএসসি আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী ২৬ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।