বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি | এনটিআরসিএ

এনটিআরসিএর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি

ঢাকা, ১৯ অক্টোবর:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শিগগিরই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)

সূত্র জানিয়েছে, টেলিটকের মাধ্যমে বর্তমানে শূন্য পদের তথ্য সংগ্রহের কাজ চলছে। এই কার্যক্রম শেষ হলেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

রবিবার (১৯ অক্টোবর) এনটিআরসিএর একটি সূত্র শিক্ষাবার্তাকে জানায়, সম্প্রতি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কারা যোগদান করেছেন আর কারা করেননি, সেই তথ্য পাঠাতে বলা হয়েছে। টেলিটকের মাধ্যমে এসব তথ্য এনটিআরসিএতে পৌঁছাবে। এরপর শূন্য পদের ভিত্তিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন চাইবে সংস্থাটি।

আরো পড়ুন: প্রধান শিক্ষক নিয়োগে সময় বাড়লো

সূত্র আরও জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এনটিআরসিএ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে।

এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, “বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেধার ভিত্তিতে নিয়োগ সুপারিশ করতে।”

তিনি আরও জানান, বর্তমানে প্রায় ৮০০ প্রার্থীকে প্রতিস্থাপন করার কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হলে নভেম্বরের প্রথমার্ধেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

তথ্য অনুযায়ী, ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ৬০,৫২১ জন প্রার্থী নিবন্ধন সনদ পেয়েছেন। এর মধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১,৬২৭ জনকে নিয়োগ সুপারিশ করা হয়েছিল। কিন্তু এখনো প্রায় ৫,০০০-এর বেশি পদ শূন্য রয়েছে। এসব পদে নতুনভাবে নিয়োগ দেওয়া হবে আসন্ন বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।