২০ শতাংশ বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের ভুখা মিছিল, পুলিশের বাধায় থেমে গেল আন্দোলন

এমপিওভুক্ত শিক্ষকদের মিছিল ঢাকায়, পুলিশ ব্যারিকেডে আটকে যায়

ঢাকা, ১৯ অক্টোবর:
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, মেডিক্যাল ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা রাজধানীতে ভুখা মিছিল করেন। তবে মিছিলটি পুলিশের বাধায় থেমে যায়।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে জাতীয় শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে এই মিছিল শুরু হয়। মিছিলের সময় অনেক শিক্ষককে হাতে থালা ও প্লেট হাতে দেখা যায়। কিছু দূর যাওয়ার পর পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে শিক্ষকরা সেখানে অবস্থান নেন।

আরো পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে অনশন আন্দোলন অব্যাহত

এর আগে দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠক হয়। বৈঠকে বিএনপি শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে জানায়, শিগগিরই দলীয় প্রতিনিধিদল আন্দোলনস্থলে যাবে।

বৈঠক শেষে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন,

“বিএনপি মহাসচিব আমাদের জানিয়েছেন, অর্থ উপদেষ্টা দেশে আসার আগ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করবো। তিনি আশ্বাস দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণের দাবি বাস্তবায়ন করা হবে।”

আজিজী আরও বলেন, “আমরা যমুনা অভিমুখে পদযাত্রা স্থগিত করেছি এবং এখন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো।”

অন্যদিকে, সরকারের পক্ষ থেকে মাত্র ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশের পর শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন,

“২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

উল্লেখ্য, গত ১২ অক্টোবর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর শিক্ষকরা সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন। বর্তমানে তারা শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন চালিয়ে যাচ্ছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।