বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ অবরোধ

Image

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগ মোড় অবরোধ করেছেন। এর ফলে শাহবাগ ও আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের থামানোর চেষ্টা করে। তবে শিক্ষকরা সেই ব্যারিকেড ভেঙে দুপুর ২টা ৩ মিনিটে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। বর্তমানে তারা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে স্লোগান দিচ্ছেন ও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন: মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দাবিতে শাহবাগে অবরোধের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ১টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেন শিক্ষকরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন শিক্ষকরা। কেউ কেউ ‘বেতন বৈষম্য দূর করো’, ‘শিক্ষকের মর্যাদা রক্ষা করো’— এমন নানা স্লোগানে মুখর করে রেখেছেন শাহবাগ এলাকা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

শাহবাগ অবরোধের কারণে আশপাশের এলাকাগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অনেকেই বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারি ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে জানিয়েছেন, বেলা ১২টা ৪৫ মিনিটে এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ শহীদ মিনারে আসবেন— এ কারণেই ব্লকেড কর্মসূচি কিছুটা বিলম্বে শুরু হয়।

শিক্ষকদের তিন দফা দাবি:
১️⃣ মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা
২️⃣ ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা
৩️⃣ কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা

গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ের দিকে লং মার্চ শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে শিক্ষকরা হাইকোর্টের সামনে অবস্থান নেন এবং রাত সাড়ে আটটার দিকে শহীদ মিনারে ফিরে যান।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।