বাড়িভাড়া ভাতা বাড়ানো নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা

Image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে রুদ্ধদ্বার আলোচনায় বসেছেন শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ আলোচনা এখনো চলছে।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সংস্থাটির অতিরিক্ত সচিব (অভ্যন্তরীণ) দিলরুবা শাহীনার কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আলোচনায় যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের একাধিক কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

আরো পড়ুন: বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ অবরোধ

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, “শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে বিস্তারিত হিসাব-নিকাশ চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।”

এর আগে বুধবার দুপুরে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুর ২টার কিছু আগে জাতীয় গ্রন্থাগারের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু শিক্ষকরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।

সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন শিক্ষকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। “বেতন বৈষম্য দূর করো”, “শিক্ষকের মর্যাদা রক্ষা করো”— এসব স্লোগানে প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

শিক্ষক নেতারা জানান, তাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।