ঢাকা, ৮ অক্টোবর ২০২৫:
অনলাইন প্রতারক চক্রের কর্মকাণ্ড থেকে সাবধান থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (৮ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক খালিদ হোসেন স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে কিছু প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও মেসেঞ্জার হ্যাক করে অন্যের ছবি ও নাম ব্যবহার করে প্রতারণা করছে। তারা বিভিন্ন কৌশলে অধিদপ্তর ও অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অর্থ আদায় ও ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
এতে আরও বলা হয়, প্রতারকরা মোবাইল ফোনে যোগাযোগ করে বিকাশ, এটিএম কার্ড বা অন্যান্য প্রযুক্তিগত ডিভাইসের তথ্য আদায়ের চেষ্টা করছে। এমনকি ওটিপি বা পিন কোড নেওয়ার মাধ্যমে ব্যাংক হিসাব খালি করার ঘটনাও ঘটছে। কেউ কেউ বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণের ঘটনাও ঘটাচ্ছে, যা জনগণের জান-মালের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে মাউশি অধিদপ্তর এবং তার অধীনস্থ অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অধিকতর সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরিচিত নম্বর থেকে আসা ফোন কল, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে বার্তার জবাব দেওয়ার আগে তথ্য যাচাই করতে হবে। কোনোভাবেই ওটিপি, পিন, পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না। প্রতারণামূলক কার্যক্রম চোখে পড়লে অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।