ঢাকা, ১৯ অক্টোবর:
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনগ্রহণ শুরু হবে নভেম্বর মাসে, তবে সঠিক তারিখ এখনো নির্ধারিত হয়নি।
রবিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি সূত্র শিক্ষাবার্তা-কে এ তথ্য নিশ্চিত করেছে।
বিভাগের এক যুগ্ম-সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ভর্তি আবেদন শুরু হবে। ভর্তি নীতিমালায় তেমন পরিবর্তন আসবে না। আগামী সপ্তাহের সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হবে।”
তিনি আরও জানান,
“এবার মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একইদিন এবং একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। সিলেকশন প্রক্রিয়া কেমন হবে তা সভা শেষে জানানো হবে।”
গত বছর ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। এবারের পরীক্ষা সেই তুলনায় প্রায় এক মাস আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী:
-
৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা: ৫,৩৮০টি
-
৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা: ৬,২৯৩টি
-
দেশে মোট মেডিকেল কলেজ: ১১০টি (এর মধ্যে ১টি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজ রয়েছে)
বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি পরীক্ষার সময় এগিয়ে আসায় এবারের মেডিকেল ভর্তি পরীক্ষাও কিছুটা আগে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।