ডিজিটাল ডেস্ক: রোহতকের সুনারিয়া জেলকে সোমবার সকাল থেকেই কার্যত দুর্গে পরিণত করা হয়। ডেরা সাচা সওদা প্রধান গুরমিত রাম রহিমের সাজা ঘোষণার আগেই সেখানে মোতায়েন করা হয় সেনার বিশেষ বাহিনী, স্নাইপার, তৈরি করা হয় বাঙ্কারও। রাম রহিমকে ভারতীয় দণ্ডবিধির যে সমস্ত ধারায় দোষী সাব্যস্ত করেছে, তাতে তার ন্যূনতম সাত বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ) ও ৫০৬ ধারায় (ভয় দেখিয়ে অপরাধ) দোষী সাব্যস্ত হয়েছে ওই ভণ্ড ধর্মগুরু।
৩টো ১০ মিনিট: দু’পক্ষেরই সওয়াল-জবাব শুনছেন বিচারপতি। আর খানিকক্ষণের মধ্যে শাস্তি ঘোষণা করা হবে।
২টো ৩৫ মিনিট: রাম রহিমের উপস্থিতিতেই চলছে শুনানি। ১০ বছরের সাজা চাইতে পারে সিবিআই।