জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় শিক্ষকের মৃত্যু

Image

নিজস্ব প্রতিবেদক,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ছিলেন।

শুক্রবার সকালে ভোট গণনার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন,
“আমি প্রীতিলতা হলে রিটার্নিং কর্মকর্তা ছিলাম, তিনি ছিলেন পোলিং অফিসার। সকালে ভোট গণনার সময় দরজার সামনে পড়ে যান। এরপর দ্রুত এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।”

মরহুম জান্নাতুল ফেরদৌসের বড় ভাই মোহাম্মদ আসিফ জানান,
“সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় ওঠার পর তিনি করিডোরে সবার সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।”

উল্লেখ্য, জাকসু ও হল সংসদের নির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হলে রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ ও ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।