ভারত বাংলাদেশিদের জন্য আরও বেশি ভিসা ইস্যু করবে: বিক্রম মিশ্রি

Image

নয়া দিল্লি, ৬ অক্টোবর:
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য আগামীতে আরও বেশি পরিমাণে ভিসা ইস্যু করা হবে।

সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব)-এর প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিক্রম মিশ্রি বলেন,“বাংলাদেশে আমাদের একটি বড় ভিসা কার্যক্রম রয়েছে। এটি গত বছরের জুলাই-আগস্টের ঘটনার আগে যে স্তরে ছিল, তা এখন কিছুটা কমে গেছে। তবে বর্তমানে আগের তুলনায় ভিসা ইস্যু বেড়েছে এবং আগামীতে আরও বৃদ্ধি পাবে।”

তিনি আরও যোগ করেন,“বাংলাদেশে ভারতের ভিসা কার্যক্রম বিশ্বের যেকোনো স্থানে আমাদের অন্যতম বৃহত্তম কার্যক্রমের মধ্যে একটি।”

ভিসা কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি

পররাষ্ট্রসচিব জানান, ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার কারণে ভিসা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল।

“এ কারণে ভিসা পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় জনশক্তি পুনর্বিন্যাস করতে হয়েছিল। এখন আমাদের ভিসা কার্যক্রম আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।”

পুশ-ইন ও সীমান্ত হত্যা প্রসঙ্গে মন্তব্য

বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশ-ইন প্রসঙ্গে তিনি বলেন,“পুশ-ইন প্রক্রিয়া একটি আইনি প্রক্রিয়া, এবং এটি যথাযথ নিয়মে করা উচিত।”

সীমান্ত হত্যা সংক্রান্ত প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন,“বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। নিরাপত্তা, মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে এমন ঘটনা ঘটে। ভারতীয় সীমান্ত বাহিনী নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।”

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।