সকাল ১০টায় অনলাইনে ও এসএমএসে জানা যাবে ফল, পুনঃনিরীক্ষণের আবেদন ১৭ থেকে
ঢাকা, বুধবার (১৫ অক্টোবর ২০২৫):
২০২৫ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশ করা হবে। সকাল ১০টায় ফলাফল দেখা যাবে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে।
সম্প্রতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সকাল ১০টায় প্রকাশিত হবে।
🔹 ফলাফল দেখার উপায়
পরীক্ষার ফলাফল জানা যাবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে।
ওয়েবসাইটের “Result” কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে। শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে বা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে।
🔹 এসএমএসের মাধ্যমে ফলাফল জানার নিয়ম
নির্ধারিত শর্ট কোড 16222-এ SMS পাঠিয়েও ফলাফল জানা যাবে।
উদাহরণ:
HSC DHA 123456 2025
লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
যেখানে —
HSC = পরীক্ষার নাম,
DHA = বোর্ডের প্রথম তিন অক্ষর,
123456 = রোল নম্বর,
2025 = সাল।
তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা সংবাদপত্র অফিস থেকে ফলাফল পাওয়া যাবে না।
🔹 পুনঃনিরীক্ষণের আবেদন
ফলাফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে।
আবেদন গ্রহণ চলবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
🔹 অতিরিক্ত তথ্য
ফলাফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের ফলাফল সংগ্রহ সংক্রান্ত ওয়েবসাইটে অতিরিক্ত ট্রাফিকের কারণে ধীরগতি দেখা দিতে পারে, তাই শিক্ষার্থীদের ধৈর্য ধরে একাধিকবার চেষ্টা করতে বলা হয়েছে।