একই পদে কোন কর্মচারীর উন্নীতকরণের প্রক্রিয়ায় কোন উচ্চতর বেতনগ্রেড পেয়ে থাকলে উন্নীতকরণের তারিখ হতে ১০ বছর পূর্তিতে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ৭(১) অনুচ্ছেদ মোতাবেক পরবর্তী উচ্চতর গ্রেড পাবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
বাস্তবায়ন অনুবিভাগ
বাস্তবায়ন শাখা-৫
নং-০৭.০০.০০০০.১৬৫.০৭.০০২.১২.৬০; তারিখ: ০৯ আগস্ট ২০২১
বিষয়: উন্নীত বেতনস্কেল প্রাপ্তিতে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৭(১) অনুযায়ী একই পদে চাকুরিকাল ১০ (দশ) বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্যতা প্রসংগে।
সূত্র: হিসাব মহা হিসাব নিয়ন্ত্রখ কার্যালয় স্মারক নং-০৭.০৩.০০০০.০০৯.০৭.৫১৫.০৩(অংশ-১.২৬২; তারিখ: ০১/০৪/২০২১
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, একই পদে কোন কর্মচারীর উন্নীতকরণের প্রক্রিয়ায় কোন উচ্চতর বেতনগ্রেড পেয়ে থাকলে উন্নীতকরণের তারিখ হতে ১০ বছর পূর্তিতে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ৭(১) অনুচ্ছেদ মোতাবেক পরবর্তী উচ্চতর গ্রেড পাবেন। জনাব মারিয়া হক মিতুল, উপ-সহকারী কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিস, খুলনা ইতোপূর্বে ২২/১০/২০১৮ তারিখে একটি উন্নীতকরণকৃত বেতনগ্রেড পেয়েছেন বিধায় পরবর্তী জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ৭(১) অনুচ্ছেদ মোতাবেক পরবর্তী ১০ বছর চাকুরি পূর্তিতে ২২/১০/২০২৮ খ্রি: তারিখে তিনি পরবর্তী উচ্চতর গ্রেড পাবেন এবং জনাব মো: ইলিয়াছ, সিপাই, মোংলা কাস্টম হাউস, বাগেরহাট বিগত ০১/০৭/২০০৯ খ্রি: তারিখে উন্নীতকরণ স্কেল প্রাপ্য হওয়ায় তিনি ০১/০৭/২০১৯ খ্রি: তারিখে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন।
(মোহাম্মদ হাবিব উল্লাহ)
সিনিয়র সহকারী সচিব
ফোন: ৯৫৪৯২৭৬
উন্নীত বেতন গ্রেড প্রাপ্তির তারিখ হতে ১০ বছর পূর্ণ হলে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য:
উন্নীত-বেতন-গ্রেড-প্রাপ্তির-তারিখ-হতে-১০-বছর-পূর্ণ-হলে-পরবর্তী-উচ্চতর-গ্রেড-প্রাপ্য।