প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর রাজস্ব খাতভুক্ত বেসামরিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ম গ্রেডের সহকারী পরিচালক (এডি) পদে ২৫ জন নেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যোগ্যতা
আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে—
-
প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর, অথবা
-
দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর, অথবা
-
চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) থাকতে হবে।
বয়সসীমা
২০২৫ সালের ২০ অক্টোবরের মধ্যে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
শর্তাবলি
-
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরতদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষায় অনুমতিপত্র দাখিল করতে হবে।
-
নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান সরকারি বিধি-বিধান অনুসরণ করা হবে।
-
প্রিলি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
-
কর্তৃপক্ষ পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিলের অধিকার সংরক্ষণ করে।
মৌখিক পরীক্ষায় জমা দিতে হবে
প্রার্থীদের মৌখিক পরীক্ষায় নিয়ে যেতে হবে—
-
সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি।
-
Applicant’s Copy, প্রবেশপত্র এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সনদের ফটোকপি।
-
সর্বোচ্চ তিন মাসের পুরোনো ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।
-
মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের প্রমাণপত্র।
-
জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক সনদ।
-
চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র।
-
জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও সত্যায়িত ফটোকপি।
আবেদন প্রক্রিয়া
আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে এই ওয়েবসাইটগুলোতে: