এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশকে মুখোমুখি হতে ঢাকায় হংকং দল

Image

ঢাকা, ৭ অক্টোবর:
আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে হংকং জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত পৌনে একটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।

দলের তথ্য ও অনুশীলন সূচি

৩৭ সদস্যের বহরে রয়েছেন ২৫ জন খেলোয়াড় এবং ১২ জন টিম অফিসিয়াল। দলের ২৫ জন খেলোয়াড়ের মধ্যে ১৩ জন চীনের ফুটবল লিগে খেলেন।

হংকং দল আজ বিকেল সাড়ে ৩টায় উত্তরা এপিবিএন মাঠে অনুশীলন করবে। এরপর, বুধবার (৯ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলন সম্পন্ন করবে।

ম্যাচ শিডিউল

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে হংকং দল ১৪ অক্টোবর ফিরতি লেগের জন্য নিজ দেশে ফিরবে।
এছাড়া, বাংলাদেশ দলের হামজা-সমিতরা একই দিনে হংকংয়ে গিয়ে ফিরতি ম্যাচ খেলবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।