আনন্দবাজার ডেস্ক: কান্নাটা শুনেছিলেন পথচলতি অনেকেই। কিন্তু কেউই তেমন আমল দেননি। আবার বেড়ালের ডাক বলে উড়িয়েও দিয়েছিলেন অনেকে। কিন্তু লস এঞ্জেলসের কাউন্টি ডেপুটি শেরিফদের প্রধান অ্যাডাম কোলেটের মনে সন্দেহ হয়। গত শুক্রবার স্থানীয় কবরখানার পাশ দিয়ে যেতে গিয়ে প্রথমে থমকে দাঁড়িয়ে পড়েন। তার পর কান্না লক্ষ করে এগিয়ে গিয়ে মাটি খুঁড়তে শুরু করেন তিনি। কিছুক্ষণ পর কবর থেকে উদ্ধার হয় এক শিশুকন্যা। লস এঞ্জেলসের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
কবরের মধ্যে একটা পাতলা কম্বলে মুড়ে রাখা ছিল ওই শিশুকে। তড়িঘড়ি উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আনুমানিক ৩৬-৪৮ ঘণ্টা বয়স ছিল শিশুটির। চিকিত্সকরা তার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু এখন সে সুস্থ। অ্যাডামের কথায়, ‘‘আমার মনে হয় এই শিশুর ওপর ভগবানের হাত রয়েছে। না হলে কেউ এ ভাবে বাঁচতে পারে না।’’ শিশুটির বাবা-মায়ের খোঁজ চালাচ্ছে প্রশাসন। বাবা-মা’কে খুঁজে পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা হতে পারে বলে জানা গিয়েছে।