ভুল চিকিৎসায় আবারও প্রাণ হারালো দর্শনার প্রসুতি মা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়া---ডাঙ্গার দর্শনার আলোচিত মুক্তি ক্লিনিকের স্বঘোষিত সার্জারী বিশেষজ্ঞ জুটি ডাঃ পারভীন ইয়াসমিন ও ডাঃ সেলিনা আক্তার সিমু নামের দু’চিকিৎসকের ভুল চিকিৎসায় আবার প্রাণ হারালেন পারুল খাতুন (৩৫) নামের এক গৃহবধূ। অবশেষে প্রাণের বিনিময়ে ক্লিনিক কতৃপক্ষ নিহতের পরিবারকে ৩০ হাজার টাকা দিলেও সদ্যপ্রসুত সন্তানটির জীবন এখন শংকটাপন্ন হয়ে পড়েছে। নিহত পারুল খাতুন কে শনিবার দুপুরে নিজ গ্রাম মদনা কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার মদনা দক্ষিণপাড়া গ্রামের শাহজামালের স্ত্রী পারুল খাতুনের প্রসব বেদনা উঠলে তাকে দর্শনা পুরাতন বাজারে ডাঃ রফিকুল ইসলামের প্রতিষ্ঠিত মুক্তিক্লিনিক এ্যান্ড নাসিং হোমে ভর্তি করা হয়। রাত ১টার দিকে ক্লিনিকের রীতি অনুযায়ী তাকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে চিকিৎসক জুটি পারভীন ইয়াসমিন ও সেলিনা আক্তার সিমু সাজার্রী বিশেষজ্ঞ না হয়ে অপারেশন করতে গেলে তাদের ভুল অপারেশনে ঘটনাস্থলেই পারুল প্রাণ হারালে উক্ত দু’ ডাক্তার কেটে পড়েন।

এদিকে এ ঘটনার পর শনিবার সকালে ক্ষুদ্ধ রোগীর আত্মীয় স্বজন হাসপাতালে সমবেত হলে ক্লিনিক কতৃপক্ষ প্রভাবশালী মহলের শরনাপন্ন হয়। অবশেষে মাত্র ৩০ হাজার টাকায় নবজাতকের ভরন পোষনের বিনিময়ে আপোষ রফা হয়। এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য ডাঃ রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে একাধিকবার রিং করলেও ফোন কলটি রিসিভ করেননি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।