ঢাকা: প্রাক-প্রাথমিক শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২৮ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের ১৭টি জেলার জন্য শিক্ষক নিয়োগে এ পরীক্ষা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় মঙ্গলবার এ তথ্য জানান।
এই ১৭টি জেলা হলো- জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পঞ্চগড় ও বাগেরহাট।
রবীন্দ্রনাথ রায় বলেন, এ ১৭ জেলায় মোট আবেদনকারী এক লাখ ৫০ হাজার ৭৬৫ জন। প্রশুপত্র ফাঁস ঠেকাতে এবারও ডিজিটাল পদ্ধতির প্রশ্নপত্রে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।