নিরসন হয়নি ফিক্সেশন জটিলতা
শিক্ষা প্রতিবেদক: বিগত বছরের ৯ মার্চ ২০১৪ মাননীয় প্রধান মন্ত্রি কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা ঘোষণার ১ বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়া তথা ফিক্সেশন জটিলতা নিরসনসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের পুঞ্জিভুত বৈষম্য-বঞ্চনা ও মৌলিক দাবিসমুহকে সামনে রেখে ৭ টি বিভাগের বিভাগীয় আহবায়ক সহ জেলা প্রতিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ” মত বিনিময়” সভা । সভায় বিভিন্ন বিষয়ের উপর শিক্ষকদের গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব ও মতামত গ্রহণ করছেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক, ঢাকা মহানগরের উদীয়মান মেধাবি নেতা প্রধান শিক্ষক জনাব রিয়াজ পারভেজ । অত্যন্ত মনোযোগ ও ধৈর্যের সাথে সকল পরামর্শ লিপিবদ্ধ করে এবং এর ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
উল্লেখ্য দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতৃবৃন্দের প্রায় সকলের অবাধ খোলামেলা এমন আকর্ষণীয় অভূতপূর্ব মতবিনিময়ের ফলে দেশের প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে এক অভুতপূর্ব পরিবর্তন আসবে বলে মনে করেন কেন্দ্রিয় কমিটির খুলনা বিভাগের আহবায়ক স্বরুপ দাস। পাশাপাশি প্রধান শিক্ষকদের ২য শ্রেণি ঘোষনার ফলে ৫ বছর পর সকল প্রধান শিক্ষককে বাধ্যতামুলক বদলী করা প্রয়োজন বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন একজন যুগোপযোগি প্রধান শিক্ষক যদি একটি নিদিষ্ট সময় পরপর বিভিন্ন বিদ্যালয়ে পাঠদানে দায়িত্বে থাকেন তবে অব্যশয় তা প্রাথমিক শিক্ষা জন্য গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে। তিনি আরো বলেন গত ২২ মার্চ প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় কতৃক এক পরিপত্রে উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারীদের ৫ বছর কোন অফিসে কর্মরত থাকলে জরুরী ভিত্তিতে বদলীর নির্দেশ দিলেও চুয়াডাঙ্গা,ঝিনাইদাহ সহ খুলনা জেলার কোন উপজেলায় তা পালন হচ্ছেনা বলে তিনি অসন্তোস প্রকাশ করেন এবং দ্রুত তা বাস্তবায়নের জন্য অনুরোধ করেন।