ঢাকা-যশোরে নতুন রেলপথ

যশোর প্রতিনিধি : পদ্মাসেতুর ওপর রেলপথ নির্মাণ করে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে নতুনভাবে সংযুক্ত করা হবে। এর মাধ্যমে যশোর-ঢাকা রেল যোগাযোগে নতুন দ্বার উন্মোচন হবে। ইতিমধ্যে নতুন এ রেলপথ নির্মাণে জরিপ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে যশোর কালেক্টরেট সভাকক্ষে রেলপথ নির্মাণের জরিপ শেষে অ্যালাইনমেন্ট চূড়ান্তকরণ সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন রিজিওনাল কো-অপারেশন অ্যান্ড ইন্টিগ্রেশন প্রকল্পের (রেল কম্পোনেন্ট) পরামর্শক এসকে হাবিবুল্লাহ ও প্রকৌশলী কেএএম হারুন।

প্রকল্পের পরামর্শক এসকে হাবিবুল্লাহ সভায় জানান, ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮১ কিলোমিটার এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৫ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের মাধ্যমে বিকল্প পথে পদ্মাসেতু হয়ে ঢাকার সঙ্গে যশোরকে সংযুক্ত করা হবে। এই রেলপথটি তুরস্ক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করা ট্রান্স এশিয়ান রেলপথের সঙ্গে সংযুক্ত হবে। রেলপথ নির্মাণের প্রাথমিক সমীক্ষা শেষ হয়েছে বলেও সভায় জানানো হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।