চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ দামুড়হুদা উপজেলার ৪২ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৮ জন শিক্ষক-শিক্ষিকা দীর্ঘ ৪ মাস ধরে
কোনো বেতন ভাতা পা”েছন না। বেতন ভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন
করছেন। স্কুলগুলো প্রায় এক বছর আগে জাতীয়করণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি দেশের বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণের ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলায় ৪২ টি েবসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের আওতায় আনা হয়। সরকার ঘোষিত নতুন স্কেল অনুযায়ী শিক্ষক-শিক্ষিকারা বেতন পাওয়ার কথা। কিন্তু শিক্ষকরা গত বছরের আগস্ট মাস পর্যন্ত পুরানো বেতন স্কেল অনুযায়ী বেতন উত্তোলন করেছেন। সেপ্টেম্বর মাস থেকে তাদের বেতন বন্ধ রয়েছে। দামুড়হুদা মদনা উত্তরপাড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, ৪ মাস ধরে বেতন বন্ধ থাকায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমনকি েদাকানদারদের বকেয়া টাকা না দিতে পারায় তারা এখন নতুনভাবে শিক্ষক-শিক্ষিকাদের বাকি দি”েছন না।
দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান জানান,শিক্ষকদের মন্ত্রণালয় থেকে বেতন ফিক্সসেশনের জণ্য একটা চিঠি এসেছে। ফিক্সসেশন শেষে মন্ত্রনালয় থেকে বরাদ্দ পেলেই শিক্ষকরা বেতন পাবেন।