ভর্তিপ্রস্তুতি-২

1. গ্লুবার লবণের কেলাস কোনটি?
(ক) CuSO4. 10H2O (খ) CuSO4. 5H2O
(গ) Na2SO4. 10H2O (ঘ) NH4SO4. 5H2O
2. পটাশিয়াম সুপার অক্সাইডের সংকেত কোনটি?
(ক) KO (খ) K2O (গ) KO2 (ঘ) KO3
3. কোনটি দ্বি-লবণ?
(ক) ব্লু ভিট্রিওল (খ) পটাশ এলাম
(গ) ইপসম লবণ (ঘ) সবুজ ভিট্রিওল
4. ম্যাগনেসিয়াম উজ্জ্বল রুপালি বর্ণের ধাতু. এর গলনাঙ্ক হচ্ছে—
(ক) 650°C (খ) 550°C (গ) 560°C (ঘ) 1000°C
5. ইপসম লবণের সংকেত কী?
(ক) ZnSO4. 5H2O (খ) CuSO4. 5H2O
(গ) MgSO4. 7H2O (ঘ) FeSO4. 7H2O
6. সোডিয়াম অক্সালেট দ্রবণ যোগে কোন ধাতুর লবণের দ্রবণ হতে সাদা অধঃক্ষেপ সৃষ্টি হয়?
(ক) ক্যালসিয়াম (খ) ম্যাগনেসিয়াম (গ) পটাশিয়াম (ঘ) সোডিয়াম
7. নিচের কোনটি স্ল্যাকেড লাইম
(ক) KOH (খ) NaOH (গ) CaO (ঘ) Ca(OH)2
8. ব্লিচিং পাউডারের সংকেত কোনটি?
(ক) Ca(OH)Cl (খ) Ca(OCl)Cl
(গ) Ca(OCl2)Cl (ঘ) Ca(Cl2O)Cl
9. কোনটি সাদা ভিট্রিওয়লের সংকেত?
(ক) ZnSO2. 3H2O (খ) ZnSO4. 5H2O (গ) ZnSO4. 7H2O (ঘ) NzSO4. H2O
10. নিচের কোন অক্সাইড উভধর্মী?
(ক) ZnO (খ) Na2O (গ) MgO (ঘ) K2O
11. লাল লেড কোনটি?
(ক) PbO (খ) PbO2 (গ) Pb3O4 (ঘ) PbCrO4
12. কোন ধাতুর লবণ শিখা পরীক্ষায় সবুজাভ নীল রং প্রদর্শন করে?
(ক) সোডিয়াম (খ) পটাশিয়াম (গ) কপার (ঘ) ক্যালসিয়াম
13. কোনটিকে ব্লু ভিট্রিওয়ল বলে?
(ক) ZnSO4. 7H2O (খ) FeSO4. 7H2O
(গ) CuSO4. 5H2O (ঘ) CaSO4. 2H2O
14. চুনের সঙ্গে পানি যোগ করলে—
i. তাপ উৎপন্ন হয় ii. তাপ শোষিত হয় iii. কলিচুন উৎপন্ন হয়
কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
15. 2Na+H2 2NaH
উপরিউক্ত বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন থাকে—
i. ধনাত্মক আয়ন হিসেবে ii. ঋণাত্মক আয়ন হিসেবে
iii. চার্জহীন অবস্থায়
কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii
16. বৈদ্যুতিক তার হিসেবে অ্যালুমিনিয়াম ব্যবহূত হওয়ার কারণ হলো—
i. অ্যালুমিনিয়াম বিদ্যুৎ সুপরিবাহী
ii. এটি লোহা বা ইস্পাত অপেক্ষা ভারী
iii. কপার অপেক্ষা অ্যালুমিনিয়ামের দাম কম
কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: 1. গ 2. গ 3. খ 4. ক 5. গ 6. ক 7. ঘ 8. ক 9. গ 10. ক 11. গ 12. গ 13. গ 14. গ 15. খ 16. খ।

¤লাইক এবং শেয়ার করে এক্টিভ থাকুন,

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।