দাবি আদায়ে শনিবারের সব পরীক্ষা বর্জনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

Image

ডেস্ক রিপোর্ট:
সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত ওই সভায় বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘ আলোচনার পর সম্মিলিতভাবে পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ করা হয়েছে সরকারের একটি কমিটির মাধ্যমে। এই সুপারিশ বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেন এবং ছয় দফা দাবি উত্থাপন করেন। তাদের অভিযোগ, দীর্ঘ দেড় বছরেও অধিদপ্তর কোনো দাবি বাস্তবায়ন করেনি।

শিক্ষার্থীদের মূল অভিযোগ ও দাবি

১. ছয় দফা দাবি বাস্তবায়নের দায়িত্ব অধিদপ্তরের হলেও এখন পর্যন্ত একটি দাবিও কার্যকর হয়নি।
২. ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সৃষ্টিকারী প্রতিষ্ঠান হয়েও উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে চলমান সিদ্ধান্তে অধিদপ্তরের নীরবতা অগ্রহণযোগ্য।
৩. ২০২১ সালের বিতর্কিত নিয়োগই বর্তমান সংকটের অন্যতম কারণ—এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে।
৪. ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা দ্রুত সুবিধা পেলেও পলিটেকনিক শিক্ষার্থীরা দীর্ঘদিন বঞ্চিত—এই দ্বিমুখী নীতির ব্যাখ্যা চাই।

সভা শেষে শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন এবং পরীক্ষা বর্জন হবে তার প্রথম ধাপ।

আন্দোলনকারীদের মতে, তাদের দাবিগুলো যৌক্তিক এবং কারিগরি শিক্ষার স্বার্থে দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।