কর্মবিরতি স্থগিত: আজ থেকেই বার্ষিক পরীক্ষায় ফিরছেন শিক্ষকরা

Image

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা স্বাভাবিকভাবে শুরু হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,“শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়টি মাথায় রেখে কর্মবিরতি সাময়িক স্থগিত রাখা হচ্ছে। বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সমিতি জানায়, পরীক্ষা অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যে মানসিক চাপ সৃষ্টি হয়েছিল, তা বিবেচনায় নিয়েই শিক্ষকরা দায়িত্ববোধের জায়গা থেকে ক্লাসরুমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়—৩ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করা হচ্ছে।কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সমিতি জানিয়েছে, পরবর্তী কর্মসূচি বা সিদ্ধান্ত আলোচনা শেষে জানিয়ে দেওয়া হবে।

চার দফা দাবিতে শুরু হয়েছিল কর্মবিরতিজানা যায়, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১ ডিসেম্বর (সোমবার) থেকে চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছিলেন। এই কর্মসূচির কারণে পরপর দুই দিন ঢাকাসহ দেশের বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই আন্দোলন চলছিল।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।