স্টাফ রিপোর্টার | ৩০ অক্টোবর ২০২৫
এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী নিয়োগে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নতুন নির্দেশনাটি ২৭ অক্টোবর ২০২৫ তারিখে জারি হয় এবং দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে জাতীয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশকৃত প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে।
এ ছাড়া নিয়োগের আগে অনলাইন ই-রিকুজিশন (চাহিদা আবেদন) এবং ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়— “এনটিআরসিএর সুপারিশ ব্যতীত কোনো নিয়োগ প্রদান বা অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো যাবে না।”
🔹 নিয়োগ প্রক্রিয়ার ধাপ
১️⃣ প্রতিষ্ঠান প্রধানকে ই-রেজিস্ট্রেশন ও ই-রিকুজিশন সম্পন্ন করতে হবে এনটিআরসিএর ওয়েবসাইটে।
২️⃣ অনুমোদনপ্রাপ্ত শূন্যপদে নিবন্ধিত প্রার্থীদের মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে এনটিআরসিএ সুপারিশ করবে।
৩️⃣ সুপারিশপ্রাপ্ত প্রার্থীর নাম, পদ ও প্রতিষ্ঠানের তথ্য শিক্ষা বোর্ডে পাঠিয়ে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হবে।
🔹 শর্ত ও সময়সীমা
ই-রিকুজিশন প্রক্রিয়া সম্পন্নের পর ১৫ দিনের মধ্যে নিয়োগ অনুমোদনের আবেদন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না করলে প্রতিষ্ঠান দায়ী থাকবে, মন্ত্রণালয় বা এনটিআরসিএ নয়।
সব প্রক্রিয়া ntrca.gov.bd বা ngi.teletalk.com.bd পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
🔹 মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ
শিক্ষা মন্ত্রণালয় বলেছে,
“নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো অনিয়ম বা স্বজনপ্রীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”















