দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৪৪টি ক্যাটাগরিতে ৩ হাজার ১৪৯ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
আরো পড়ুন:সহিং*সতায় তৃতীয় পক্ষের উস্কানি ছিলো, দাবি সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে এ ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংস্থার ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের ‘জুনিয়র ইন্সট্রাক্টর (টেক)/ ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড)’ পদে নিয়োগে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।