রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযোদ্ধার নাতি-নাতনী ও পোষ্য কোটা সংস্কার বিষয়ক পর্যালোচনা কমিটি গঠিত হয়েছে। এ কমিটির প্রতিবেদনের পর ২০২৪-২৫ সেশনের ভর্তিতে এই কোটা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
আরো পড়ুন: রুয়েটে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে স্মারকলিপি
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধার নাতি-নাতনীসহ অন্যান্য কোটাও পর্যবেক্ষণের জন্য একটি পর্যালেচনা কমিটি গঠিত হয়েছে। এই কমিটি প্রতিবেদন জমা দিলে এবছর ভর্তি পরীক্ষায় কোটা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে।