পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রয়াসে সরকারি চাকরি এবং বিসিএস প্রস্তুতির জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। গত ২ নভেম্বর, শনিবার শিক্ষার্থীদের থেকে মাত্র ৫০ টাকা নিবন্ধন ফি নিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন শুরু হয়।
এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে চাকরিপ্রত্যাশী ও বিসিএস পরীক্ষার্থীদের জন্য সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত প্রস্তুতির সুযোগ তৈরি করা। প্রতি সপ্তাহে বিসিএস ও অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার মান অনুযায়ী একটি পরীক্ষার আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রস্ততি যাচাই করতে পারবে এবং প্রস্তুতির ক্ষেত্রে আরও উন্নতি সাধন করতে পারবে। তাছাড়া, পরীক্ষা শেষে থাকবে রিভিউ ক্লাসের ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীদের ভুলত্রুটি বিশ্লেষণ করা হবে ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।
জানা যায়, প্রতিটি সপ্তাহে বিষয়ভিত্তিক ১০০ নম্বরের বিসিএস, ব্যাংক, প্রাথমিক ও অন্যান্য নিয়োগ পরীক্ষার আদলে পরীক্ষা নেওয়া হবে। এতে শিক্ষার্থীরা তাদের প্রস্তুতি যাচাই করতে পারবে এবং উন্নতির সুযোগ পাবে। মূলত, যারা বিসিএস বা সরকারি চাকরির জন্য ঢাকার কোচিং সেন্টারগুলোতে ভর্তি হতে পারেনি, তাদের জন্য এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।
উদ্যোক্তারা মনে করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সরকারি চাকরি ও বিসিএস প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে। এতে শিক্ষার্থীরা স্বল্প খরচে ও সহজলভ্যভাবে সরকারি চাকরি প্রস্তুতির একটি সঠিক গাইডলাইন পাবে।
পাবিপ্রবির শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছে, এটি তাদের জন্য একটি বড় সুযোগ। এভাবে সাপ্তাহিক পরীক্ষা এবং রিভিউ সেশনের মাধ্যমে তারা নিজেদের প্রস্তুতি ও দক্ষতা আরও বাড়াতে পারবে। ইতিমধ্যে এই উদ্যোগটি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে, যা উদ্যোক্তাদের আরও উদ্যমী করে তুলেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করছেন, এই উদ্যোগটি পাবিপ্রবির শিক্ষার্থীদের সরকারি চাকরি পরীক্ষায় সফলতা অর্জনের পথকে সুগম করবে। তারা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে এবং একাডেমিক দক্ষতার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবে।