নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এ ভর্তি পরীক্ষার আয়োজন করে।
আরো পড়ুন: কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ নয় বিএনপি: মির্জা ফখরুল
এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ-পরিচালক (শিক্ষা) মোছা. ফরিদা ইয়াসমিন রোববার (৩ নভেম্বর) বলেন, সাধারণত মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার পরে নার্সিংয়ের পরীক্ষা নেওয়া হয়। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এ ভর্তি পরীক্ষা নেবে। পরীক্ষার সময়সূচি আরো পরে নির্ধারণ করা হবে।
নার্সিং ভর্তি পরীক্ষায় বিষয়ে কথা বলতে কাউন্সিলের প্রশাসনিক কর্মকর্তা অলোক কুমার দাসকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।