এমপিও শিক্ষকদের বদলি আবেদন শুরু ১ নভেম্বর

শিক্ষক নিয়োগেও বয়সের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ‘র নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পারিক বদলি আবেদন অনলাইনে শুরু ১ নভেম্বর থেকে। এ কার্যক্রম চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে বদলি প্রত্যাশীরা www.dshe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

বদলি প্রত্যাশীদের অবশ্যই মনে রাখতে হবে অনলাইনে আবেদন করার সময় পারস্পারিক বদলির সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং এনটিআরসিএ’র সুপারিশপত্র সংযুক্ত করতে হবে।

আরো পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শুরু ৪ নভেম্বর

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের পারস্পারিক বদলি সংক্রান্ত নীতিমালা-২০২৪ জারি করা হয়।

আরো পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু

এই নীতিমালার অনুচ্ছেদ ৩ এ বলা হয় এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে এবং অনুচ্ছেদ ৪ এ বদলির সাধারণ শর্তাবলীতে উল্লেখ করা হয়। শুধু সমপদে কর্মরত দু’জন শিক্ষকের লিখিত সম্মতিপত্রসহ পারস্পারিক বদলির অবেদনই বিবেচনা করা হবে।

চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না। তবে মহিলা আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না এবং চাকরি জীবনে কেবল একবার বদলি হওয়ার সুযোগ থাকবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।