যশোর বোর্ডে এইচএসসির ৬৬ হাজার খাতা পুনর্নিরীক্ষার আবেদন

Image

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ৬৬ হাজার ৫৮টি খাতা চ্যালেঞ্জ করেছেন যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি খাতা পুনর্নিরীক্ষার আবেদন পড়েছে ৩৭ হাজার ৯০২টি ইংরেজি বিষয়ে। আবেদনের শেষ দিন ছিল ২২ অক্টোবর। আগামী ১৩ নভেম্বর ফলাফল প্রকাশ করা হবে।

জানা যায়, গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। যশোর শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ২২ হাজার ৫১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। সব বিষয়ে কৃতকার্য হয়েছেন ৭৮ হাজার ৭৬৪জন। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৭৪৯ শিক্ষার্থী। যশোর বোর্ডের গড় পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ।

এবারের পাসের হার গত চার বছরের মধ্যে সব চেয়ে কম। প্রকাশিত ফলাফলে কারও প্রতাশিত ফল না এলে তাকে পুনর্নিরীক্ষণের আবেদন বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ড।

গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলে এ কার্যক্রম। এরই পরিপ্রেক্ষিতে ৪৯টি বিষয়ে যশোরে বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে ৬৬ হাজার ৫৮টি। এর মধ্যে ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয়পত্রে সবচেয়ে বেশি ৩৭ হাজার ৯০২টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন পড়েছে।

যশোর বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী জানান, অভিজ্ঞ পরীক্ষক নিয়ে খাতা মূল্যায়ন করা হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।