রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন। দলটির জন্য ‘মাথাল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ইসিসচিব শফিউল আজিমের হাত থেকে নিবন্ধনের কপি নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
জোনায়েদ সাকি বলেন, অন্যায়ভাবে আমাদের নিবন্ধন আটকে রাখা হয়েছিল। আজকে ন্যায়বিচার পেয়েছি। আমরা মাথাল প্রতীক পেয়েছি।
আরো পড়ুন: শিক্ষাভবনে দুই গ্রুপের অবস্থান, উত্তে*জনা
গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার জন্য হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ইসি যে আপিল করেছিল সেটি কমিশন প্রত্যাহার করায় হাইকোর্টের রায় বাস্তবায়নে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নিয়মানুযায়ী এরই মধ্যে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তিও দিয়েছে কমিশন। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপিত না হওয়ায় দুপুর সাড়ে ১২ টায় নিবন্ধনের প্রজ্ঞাপন ও নির্বাচনী প্রতীক আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনের নেতাদের হাতে তুলে দিল ইসি।
এসময়ে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী আবুল হাসান রুবেলসহ নেতারা উপস্থিত ছিলেন।