তারিখ নিয়ে জটিলতার পর কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের ওয়েবসাইট সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হওয়ার পর ওয়েবসাইট স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে ওয়েবসাইটে বার্তাটি দেখা যাচ্ছে।
বার্তায় লেখা হয়েছে, আমরা শিগগিরই ফিরে আসবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ হলে আমরা আবার ফিরে আসব। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে বার্তাটি দেওয়া হয়েছে।
এর আগে কেন্দ্রীয় ভর্তি কমিটির ১১তম সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে রোববার রাত পর্যন্ত পরীক্ষার সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ৪ অক্টোবর ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে কর্তৃপক্ষ জানায়, ওয়েবসাইটে টেকনিক্যাল সমস্যার কারণে এমন দেখাচ্ছিল।
ভর্তির পরীক্ষার বিষয়ে সিভাসু রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মীর্জা ফারুক ইমাম বলেছেন, ওয়েবসাইটে টেকনিক্যাল সমস্যার কারণে এ রকম দেখাচ্ছে। ৪ অক্টোবর ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। খুব দ্রুত ওয়েবসাইটের সমস্যার সমাধান করা হবে।