সিনিয়র শিক্ষকরা পাচ্ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব

Image

এবার সরকারি মাধ্যমিক স্কুলের সিনিয়র শিক্ষকেরা পাচ্ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব। শিক্ষকদের এ দায়িত্ব দিতে আবেদন আহ্বান করা হয়েছে।
আগ্রহী শিক্ষকদের সাত কর্মদিবসের মধ্যে চাহিত তথ্যসহ এ আবেদন অধিদপ্তরে পাঠাতে হবে।

বুধবার (৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এ সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়েছে। আবেদন আহ্বানের এ চিঠি সব প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

আরো পড়ুন: কারিগরি শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড়

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কর্মরত যেসব সিনিয়র শিক্ষক ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের (চলতি দায়িত্ব)’ শূন্যপদে পদায়ন পেতে আগ্রহী তাদেরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে অধিদপ্তরে আবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যেসব তথ্য পাঠাতে হবে তা হলো- ১. বিভাগীয়-ফৌজদারী-দুদকের মামলা নেই মর্মে প্রত্যয়ন। ২. চাকরি সন্তোষজনক মর্মে প্রত্যয়ন। ৩. চাকরি স্থায়ীকরণের কপি।

প্রসঙ্গত, এর আগে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরও চলতি দায়িত্ব দিতে আবেদন আহ্বান করা হয়েছিলো।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।