এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ব্যক্তিগত সচিব (পিএস) আকিজ উদ্দিনের সংশ্লিষ্টতা রয়েছে, এমন চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ৯৯ কোটি টাকার হদিস পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এরই মধ্যে ব্যাংকগুলোকে এসব হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ওই অ্যাকাউন্টগুলো থেকে টাকা তোলা বা স্থানান্তরের আর সুযোগ নেই।
একই সঙ্গে বিএফআইইউয়ের নির্দেশনায় আকিজ উদ্দিনের স্ত্রী ও সন্তানের নামে থাকা হিসাব ও তাদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত করতে বলা হয়েছে।
আরো পড়ুন: ‘বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই’, ভারতের প্রতি জামায়াতের বার্তা
বুধবার (২৮ আগস্ট) বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।
বিএফআইইউয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আকিজ উদ্দিন ও তার পরিবারের হিসাব স্থগিত (জব্দ) করায় এসব হিসাবে লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে তারা কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। প্রয়োজনে লেনদেন স্থগিতের সময় বাড়ানো হবে।