যে ছবি দেখে চোখ ছলছল করে উঠছে সবার

Image

ছোট শরীরের গলা পর্যন্ত পানিতে ডুবে আছে। একদৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। শিশুটির চোখে রাজ্যের ভয়। পাশেই একটি গাছ। চারিদিকে থই থই করছে পানি। আশপাশে আর কেউ নেই। এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এ ছবি দেখে চোখ ছলছল করে ওঠেনি, এমন মানুষ খুঁজে পাওয়া বার। ইতিমধ্যে ফেসবুকে ছবিটি ভাইরাল হয়েছে।

যদিও ছবিটি কোথায় তোলা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দেশে আট জেলায় বন্যাকবলিত এলাকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলও ছবিটি শেয়ার দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আসুন আমরা পাশে দাঁড়াই’। অনেকে ছবিটি প্রোফাইল পিকচার বানিয়েছেন।

আরো পড়ুন: সচিবালয়ের সামনে জড়ো হচ্ছেন ১৭তম নিবন্ধনের আবেদনবঞ্চিতরা

তাহমিনা আক্তার সুরমা ফেসবুকে লিখেছেন, ‘এ চাহনিতে কত ভয়! কত অব্যক্ত কথা! বাঁচার কত আকুতি! হে আল্লাহ এই অসহায় মানুষের আপনিই একমাত্র অভিভাবক।আপনার রহমতের চাদরে এদেশকে আচ্ছাদন করুন, অসহায় মানুষের সহায় হোন। এ বিপদ থেকে সবাইকে হেফাজত করুন…।’

আতিক ভাই নামে একজন ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘সে রাজনীতি বোঝে না, সে ধর্ম বোঝে না। সে বাঁধ বোঝে না, বন্যা বোঝে না। শুধু বোঝে আতংক। আল্লাহ রক্ষা করো সকলকে।’

আরিয়ান চৌধুরী নামে একজনও ছবিটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘ফেনী ও বন্যাকবলিত এলাকার সাহায্য চাই। যত তাড়াতাড়ি সম্ভব এদের উদ্ধার করুন। প্রতি মিনিটে পরিস্থিতি খারাপ হচ্ছে।’ জান্নাতুল অরোরারে ভাষ্য, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। এই চোখের দিকে তাকানোর সাহসই তো পাচ্ছি না, বুকের মধ্যে দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমার নিজেরও ৮ মাসের একটা মেয়ে আছে, এই ছবি কোনো মা সহ্য করতে পারবে না।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।