ভিকারুননিসার অধ্যক্ষর পদত্যাগ

Image

ছাত্রী ও শিক্ষকদের একাংশের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী ও শিক্ষক ড. ফারহানা খানম। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় আরও এক শিক্ষককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা।

রোববার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে তাঁরা পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

ফারহানা খানম পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও গভর্নিং বডির সদস্য (কলেজ শাখা)। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসূত্রে এসব তথ্য জানা গেছে।

আরো পড়ুন: এইচএসসি পরীক্ষা সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী হবে

জানতে চাইলে ফারহানা খানম বলেন, ‘আমাকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমি স্বেচ্ছায় পদত্যাগ করিনি।’ এ বিষয়ে বক্তব্য জানতে কেকা রায় চৌধুরীকে মোবাইলে একাধিকবার ফোন ও এসএমএস করা হলেও তিনি সাড়া দেননি।

প্রত্যক্ষদর্শী ও ভিকারুননিসা সূত্র জানায়, গতকাল সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির বেইলি রোড ক্যাম্পাসে কেকা রায় চৌধুরী ও ফারহানা খানমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের একাংশ।

তাঁরা দাবি করেন, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের টিসি দিয়েছেন ও হেনস্তা করেছেন তাঁরা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় আরও এক শিক্ষককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা। এর আগে বৃহস্পতিবারও একই দাবিতে বিক্ষোভ করেন তাঁরা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।