একাডেমিক স্বীকৃতি দেওয়ার ক্ষমতা ফিরে পেল কারিগরি বোর্ড

Image

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি দেওয়ার ক্ষমতা ফিরে পেল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। মঙ্গলবার (৩০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) পরিচালিত সরকারি (অন্য মন্ত্রণালয় ও বিভাগভুক্ত) ও বেসরকারি টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন এবং ট্রেইনিং (টিভিইটি) প্রতিষ্ঠানের স্থাপন ও পাঠদান অনুমতি দেবে কারিগরি শিক্ষা বোর্ড। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অস্থায়ী, অন্য মন্ত্রণালয়ভুক্ত সরকারি প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি ও ট্রেড/স্পেশালাইজ/টেকনোলজি/বিষয়/শিক্ষাক্রম/সংযোজন সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তির দায়িত্ব আগের মতো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে প্রত্যর্পণ করা হলো (ফিরিয়ে দেওয়া হলো)।

আরো পড়ুন: ৫ম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানা গেল

জানা গেছে, বিভিন্ন অনিয়মের কারণে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকিৃতির দায়িত্ব নেয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এরপর থেকে বোর্ড (বিটিইবি) পরিচালিত সরকারি-বেসরকারি টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন এবং ট্রেইনিং প্রতিষ্ঠানের স্থাপন ও পাঠদান অনুমতি এবং একাডেমিক স্বীকৃতি দিতো শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। নতুন সিদ্ধান্তে পুনরায় এ ক্ষমতা ফিলে বোর্ড।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।