প্রাথমিকের সব শিক্ষক পাচ্ছেন সহকারী শিক্ষা কর্মকর্তা পদে আবেদনের সুযোগ:হচ্ছে মামলা

Image

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ২৫ জুলাই পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার পিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সংশোধিত এই নিয়োগ বিজ্ঞপ্তির ফলে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া নতুন শিক্ষকসহ যেকোনও শিক্ষক এটিইও পদে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। আগামী ১ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ২৫ জুলাই পর্যন্ত।

আবেদনে যেসব যোগ্যতা থাকতে হবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোনও শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (১০ম গ্রেড) পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এটিইও পদের নিয়োগ বিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসেবে ২ বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই।

৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোনও শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় (২৫ অক্টোবর ২০০৩ তারিখের এস.আর.ও নং ৩০১ আইন/২০০৩ সম(বিধি-৫)-২৫/২০০৩ অনুযায়ী) সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার [১০ম গ্রেড] পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।