উপবৃত্তি পাচ্ছেন কারিগরির ৭৭ হাজার শিক্ষার্থী

Image

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৬ হাজার ৭৮৯ জন শিক্ষার্থী  উপবৃত্তির আওতায় আসছে। ৬ষ্ঠ থেকে চার বছর মেয়াদী ডিপ্লোমা ৭ম পর্ব পযর্ন্ত শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন।

সম্প্রতি অনুষ্ঠিত উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আজিজ তাহের খান। এ ছাড়াও উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটি সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।

জানা যায়, দেশের ৮টি আঞ্চলিক কার্যালয় থেকে প্রাপ্ত সর্বমোট ৭৬ হাজার ৭৮৯ জন প্রথমবারের মতো উপবৃত্তির আওতায় আসা শিক্ষার্থীর তথ্যে উপবৃত্তির আওতাভুক্ত নয়- এমন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর তথ্য যেনো না থাকে সেজন্য যাছাই-বাছাই করা হয়।

এ ছাড়াও ডিটিই স্টিপেন্ড এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, বাবা-মা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাকাউন্টের স্বয়ংক্রিয় ভেরিফিকেশন চালু থাকায় কাজের গুণগত মান নিশ্চিত হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।