শিক্ষক নিয়োগে আবেদন ৩০ হাজারের বেশি

Image

বেসরকারি শিক্ষক নিয়োগের পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে ৩০ হাজারের কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। টেলিটক ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, যারা আবেদন করেছেন তাদের মধ্যেও একটা অংশ বাদ পড়বেন ফলে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্তদের সংখ্যা আরো কমবে।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এর মধ্যে স্কুল এন্ড কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬ ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে।গত ১৭ এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয় ।গত বৃহস্পতিবার আবেদন শেষ হয়েছে। চলতি মাসে প্রাথমিক সুপারিশ করার তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।