পেনশনের প্রজ্ঞাপন: সব বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী স্বাক্ষর সংগ্রহ করা হবে

Image

অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা পেনশনসংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। প্রজ্ঞাপনটি প্রত্যাহার করার দাবিতে ফেডারেশন সপ্তাহব্যাপী স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করবে।

ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সোমবার থেকে আগামী ৫ মে পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলবে।

আরো পড়ুন: প্রচণ্ড তাপপ্রবাহে ২ শিক্ষকের মৃত্যু

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ২৬ এপ্রিল এক সভায় মিলিত হয়। সভায় পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বিষয়ে শিক্ষকদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।