দেশে প্রথমবার এআই প্রশিক্ষণ পাচ্ছেন ৬০ শিক্ষক

Image

শিক্ষায় ক্রমাগত বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর প্রভাব। তাই এআই বিষয়ক প্রশিক্ষণ দিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রথমে ধাপে দুই ব্যাচে দেশের ৬০ শিক্ষককে এ প্রশিক্ষণ দেওয়া হবে। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাওয়া শিক্ষকদের সেই তালিকা প্রকাশ করেছে মাউশি। বুধবার মাউশির অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী অনলাইন ও পাঁচ দিনব্যাপী অফলাইন এআই–বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি কলেজের শিক্ষা ক্যাডার শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। দুই ব্যাচে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষক এআই প্রশিক্ষণ পাবেন।

অনলাইনে প্রথম ও দ্বিতীয় দুই ব্যাচের প্রশিক্ষণ ২১ জানুয়ারি থেকে সকাল ৯টায় শুরু হবে। প্রশিক্ষণ চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। প্রথম ব্যাচের অফলাইনে প্রশিক্ষণ শুরু হবে আগামী ৪ ফেব্রুয়ারি। এ প্রশিক্ষণ চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশিক্ষণে সুযোগ পাওয়া শিক্ষকদের তালিকা দেখুন প্রথম ব্যাচদ্বিতীয় ব্যাচ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।