স্ববেতনে উপজেলা শিক্ষা অফিসার হলেন ৫০ জন

Image

স্ববেতনে উপজেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৫০ কর্মকর্তা। তাঁরা সবাই সহকারী শিক্ষা অফিসার পদে বিভিন্ন উপজেলায় শিক্ষা অফিসার পদে কর্মরত ছিলেন। তাঁরা সবাই স্ববেতনে উপজেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি পেয়েছেন। ০৫ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে এ প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আরো পড়ুন: সহকারি উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগ পাবেন প্রাথমিকের শিক্ষকরা

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের ১৮ এপ্রিল ২০২৩ ইং তারিখের  ৯৭ নং প্রজ্ঞাপনে মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীন সরকারি দপ্তর,স্বায়িত্বশাসিত,সংবিধিবদ্ধ সংস্থা এবং বিভিন্ন কর্পোরেশনের শূণ্য পদে চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব নীতিমালা,২০২৩ অনুযায়ী  ৫০ জন কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী স্ববেতনে উপজেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ১০ ডিসেম্বর. ২০২৩ ইং তারিখের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর যোগদান করতে বলা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে পদায়িত থাকবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।