১৩ শিক্ষকের কলেজের একমাত্র শিক্ষার্থীও ফেল!

Image

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় পীরগঞ্জ আদর্শ কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। রোববার (২৬ নভেম্বর) ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মহসিন হক বাবুল।

আরো পড়ুন: যশোর বোর্ডে ফল বিপর্যয়ের কারণ ইংরেজিতে বেশি ফেল

তিনি জানান, ২০০১ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বর্তমানে তিনিসহ ১৩ জন শিক্ষক রয়েছেন। কয়েক বছর আগেও কলেজটি ভালো ফল করলেও দীর্ঘ প্রায় এক যুগ ধরে এমপিওভুক্ত না হওয়া শিক্ষকদের মধ্যে হতাশা কাজ করছে। এ বছর মানবিক থেকে একজন পরীক্ষার্থী অংশ নেয়। সেও ফেল করেছে।

কলেজটিতে সরকারি কোনো সুযোগ-সুবিধা নেই জানিয়ে অধ্যক্ষ বলেন, ‘কলেজে বর্তমানে ৫৪ জন শিক্ষার্থী।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।